নাটোর প্রতিনিধি:
নওগাঁ থেকে নৌকা ভ্রমনে এসে দিক হারিয়ে ফেলা ৪০ যাত্রীকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় উদ্ধার করেছে নাটোর পুলিশ। এরমধ্যে ৫ জন শিশু, ১২ জন নারী এবং ২৩ জন পুরুষ। সারারাত অভিযানের পর বুধবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে তাদের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকার বিল থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের নওগাঁর আত্রাই সীমানায় পৌঁছে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বুধবার সকালে নওগাঁ জেলার আত্রাই উপজেলা থেকে ইঞ্জিন চালিত একটি নৌকায় করে ৪০ জনের নারী, শিশু ও পুরুষের একটি দল নাটোরের সিংড়ার চলন বিলে বেড়াতে আসে। বেড়ানোর এক পর্যায়ে তারা বিলের মাঝখানে তিসিখালী মাজারে যায়। তারা মাজার জিয়ারত এবং খাওয় দাওয়া শেষে রাত সাড়ে দশটার দিকে নৌকাযোগে আত্রাই এর উদ্দেশ্যে রওনা দেয়। এরপর তারা বুঝতে পারেন তারা দিক হারিয়ে ফেলেছে। এর মধ্যে প্রবল ঝড় বৃষ্টি এবং ঢেউ শুরু হলে তারা আতঙ্কে পড়ে যান। কিন্তু চলনবিলের মধ্যে তারা তাদের দিক কিংবা অবস্থান বুঝতে পারে না। এরপর তারা ৯৯৯ এ কল করে পুলিশের কাছে সহযোগিতা চায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশের ৫টি টিম সারা রাত ধরে খুঁজে তাদের উদ্ধার করে এবং সকালে তাদের নওগাঁ জেলার আত্রাই সীমানায় পৌঁছে দেয়।