নাটোরে সাইকেল ও মটরসাইকেলের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আজ সোমবার সাত পৌনে ৯টার দিকে শহরের হরিশপুর একতা ক্লিনিকের সামনে নাটোর-বনপাড়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মটরসাইকেল চালকের পরিচয় পাওয়া গেলেও বাইসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি। আহত মটরসাইকেল চালক বাবার নাম বিশিষ্ট ঠিকাদারমীর শরিফুল ইসলাম তারেকের ছেলে ঈশা ইসলাম। আহতের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,দুর্ঘটনার কথা তিনি শুনেছেন। সদর হাসপাতাল থেকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।