নাটোরে ২০ কেজি গাঁজা সহ ইসমাইল হোসেন ও সুজন আহমেদ নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৫। এসময় একটি মাইক্রো বাস জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ইসমাইল হোসেন শরিয়তপুরের নাড়িয়া থানার বিজারী গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও সুজন আহমেদ কুমিল্লার বুড়িচং থানার জগৎপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম জানান, র্যাব-৫ সিপিএসসি রাজশাহীর মোল্লাা পাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় অপারেশন পরিচালনা করে। এসময় ওই পথ দিয়ে যাওয়া একটি মাইক্রোবাসকে থামিয়ে তারা তল্লাশীকালে গাড়ীর ভিতরে রাখা আলুর বস্তাতে রাখা কয়েকটি প্যাকেট থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়। এসময় মাদক দ্রব্য বহনের কাজে ব্যাবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।