ডেস্ক নিউজ
লালমনিরহাট কারাগারের দায়িত্বরত জেলার মাসুদুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লালমনিরহাট কারাগারে অসুস্থ বোধ করলে সরকারি কোয়ার্টারে যান, সেখানে হার্ট অ্যাটাকে আক্রন্ত হলে দ্রুত লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মনজুর মোরশেদ দোলন বলেন, ‘সদর হাসপাতালে আনার আগেই জেলার মাসুদুর রহমানের মৃত্যু হয়েছে। তখনই মরদেহ তারা নিয়ে গেছে।’
লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জেলার মাসুদুর রহমানের অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত। তিনি অসুস্থ বোধ করায় কোয়ার্টারে যান। সেখানেই হার্ট অ্যাটাক করলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার আগেই পথে মৃত্যু ঘটেছে বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।’
লালমনিরহাট কারাগার মসজিদ চত্বরের মাঠে জানাজা শেষে মরদেহ এবং তার পরিবারকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানান এই কারা কর্মকর্তা।