নিজস্ব প্রতিবেদক:
নাটোরের কয়েকটি জঙ্গী আস্তানাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার দুই নারী জেএমবি সদস্যসহ ৭ জেএমবি সদস্যকে আদালতে হাজিরা দিয়েছে। এসময় অভিযুক্তদের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করে। কিন্তু আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার বিকেলে তাদের আদালত থেকে নাটোর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
আদালত সুত্রে জানাযায়, বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় নাটোর জেলা কারাগার থেকে জেএমবি সদস্য সুমাইয়া ওরফে মাহমুদা, টুলটুলি বেগম, জাহিদুল ইসলাম, আমজাদ হোসেন, জহিরুল ইসলাম, ফজলুর রহমান ও ফজলুকে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। এসময় তাদের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন।
আদালতের বিচারক শুনানী শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন এবং মামলার পরবর্তী দিন ধার্য্য করেন। পরে পুনরায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রত্যেককে কারাগারে নিয়ে যাওয়া হয়।