নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুরে ট্রাকের ধাক্কায় জুলহাস গাজী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আহম্মেদপুর বাস স্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জুলহাস গাজী বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়নের খরদো কাছুটিয়া গ্রামের তফিজ গাজীর ছেলে ও বনপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, সন্ধ্যা ছয়টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের আহম্মেদপুর বাস স্ট্যান্ড এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ীতে ফিরছিল জুলহাস গাজী। পথে নাটোর থেকে ঢাকাগামী পাথরবাহী একটি দশ চাকার ট্রাক রং সাইড দিয়ে গিয়ে মোটরসাইকেল আরোহী জুলহাস গাজীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় জুলহাসকে উদ্ধার করে স্থানীয় রাহেলা ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে মরদেহ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে ঘটনার পর পরই মহাসড়কের রং সাইড দিয়ে একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় জনগন একতা পরিবহনের বাসটিকে অবরোধ করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের কাঁচ ভেঙে যায়। এ সময় উত্তেজিত জনতা দেখে একতা পরিবহনের চালকসহ সুপারভাইজার ও চালকের সহকারীরা পালিয়ে যায়।