নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় শত্রুতার বলি হয়েছে কলা গাছ। আবু তালেব নামের এক কৃষকের ১২০টি ফলজ কলাগাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। শনিবার রাতের কোন এক সময়ে উপজেলার কুটুরীপাড়ার দক্ষিন মাঠে এ ঘটনা ঘটে। আজ রবিবার সকালে মাঠে গেলে এই দৃশ্য দেখতে পায় কৃষক আবু তালেব। এতে তার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ কৃষক আবু তালেব। ক্ষতিগ্রস্থ কৃষক আবু তালেব সরদার ওই গ্রামের মৃত আবু তাহের সরদারের ছেলে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ কৃষক আবু তালেব সরদার জানান, লেখাপড়া শেষ করে কোন বিভিন্ন স্থানে চাকরী আবেদন করেও যখন তিনি চাকরী পায় না। তখন তিনি তার পৈতিক সূত্রে পাওয়া কুটুরীপাড়া মাঠে দশ শতক কৃষি জমিতে কলা বাগান তৈরি করেন। বর্তমানে তার কলা বাগানে ১২০টি কলা গাছ ছিল। প্রতিটি কলা গাছেই বড় বড় সাইজের কলা ধরে ছিল। আর কয়েক দিন পর কলাগুলো পুক্ত হতো। বর্তমান বাজার দর হিসেবে কলাগুলো বাজারে বিক্রি করলে প্রায় ৮০ হাজার টাকায় বিক্রয় হতো।
দিনরাত পরিশ্রম করে তিনি গাছের পরিচর্যা করে এই পর্যন্ত এসেছিলেন। কিন্তু শনিবার রাতে দুবৃর্ত্তরা কলা বাগানের ৮০ টি গাছ কেটে ফেলে আর বাঁকী ৪০টি গাছের কলার ক্যান কেটে মাটিতে ফেলে রেখে যায়।কৃষক আবু তালেব আরোও জানান, তার সাথে কারোও কোন শত্রুতা নাই, যদিও থাকে তাহলে কলা গাছের সাথে এ কেমন শত্রুতা।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবিরেরর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ কাটা বা নষ্ট করার বিষয়ে থানায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীকে শনাক্ত করে আইনের আওয়াতায় আনা হবে।