নিউজ ডেস্ক:
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যানজট ও ভোগান্তিমুক্ত সড়ক-পরিবহনে হাসিমুখে গন্তব্যে ছুটে যাচ্ছে মানুষ। রেল, সড়ক ও নৌপথে মানুষেরা ভিড় জমাচ্ছেন। রোববার (২ জুন) বৃষ্টির কারণে রাজধানীতে ঘরমুখো মানুষদের কিছুটা দুর্ভোগ দেখা দিলেও থেমে নেই যাত্রা। যাত্রীরা বলছেন, বৃষ্টি কোনো বাধা নয়, যানজট ও ভোগান্তিমুক্ত যাত্রায় আমরা খুশি।
পরিবহণ ব্যবস্থার আমূল পরিবর্তনের কারণে সুশৃঙ্খলভাবে গন্তব্যের উদ্দেশে হাসিমুখে ছুটে চলেছে যাত্রীরা। লঞ্চ, বাস, ট্রেনে ঘরে ফেরা মানুষেরা তাই স্বস্তি প্রকাশ করছেন। যাত্রীরা ঈদে নির্বিঘ্নেই বাড়ি যেতে পারছে।
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট ঘুরে চোখে পড়েছে অভিন্ন চিত্র। কল্যাণপুর বাস টার্মিনালের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো প্রকার শিডিউল বিপর্যয় ছাড়াই তারা বাসে যাত্রা শুরু করছে। রাস্তায় যানজট না থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন।
এ বিষয়ে হাসিব নামে এক যাত্রী বলেন, বর্তমান সরকার সড়ক উন্নয়নে যে পরিমাণ গুরুত্ব দিয়েছে তাতে আমরা উপকৃত হচ্ছি। আগে যেখানে ঈদযাত্রার কথা মনে আসলেই একধরণের ভয় হতো, তা এখন নেই। রাস্তায় কোনো যানজট নেই।
রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোাতে স্বস্তির অভিন্ন চিত্র দেখা গেছে। রাজধানী থেকে সময়মত দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন ও লঞ্চ। স্বস্তিতে যাত্রা শুরু করতে পেরে খুশি যাত্রীরা।