নাটোরের বড়াইগ্রামে সিএনজির চাপায় প্রেয়শী রোজারিও (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌর সভার ছাতিয়ানগাছা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত প্রেয়শী রোজারিও ওই এলাকার প্রকাশ রোজারিওর মেয়ে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে প্রেয়শী রোজারিও বাড়ির পাশে সড়কের ধারে খেলা করছিল।
এ সময় ওই সড়ক দিয়ে যাওয়া তিন চাকার একটি সিএনজি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চাপা দিয়ে পালিয়ে যাওয়া সিএনজি সহ চালককে আটকের জন্য তথ্য সংগ্রহ শুরু করে।