নাটোর প্রতিনিধি:
নাটোরের দয়রামপুরে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সোহানুর রহমান নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সোহানুর রহমান বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া গ্রামের আব্দুল লতিফ কাজীর ছেলে ও বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর শহীদ জিয়াউর রহমান কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আজ শুক্রবার দয়ারামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতিন
ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে দয়ারামপুর থেকে অতিরিক্ত স্পিডে মোটর সাইকেল চালিয়ে বড়াইগ্রামের আটঘড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে ফিরছিল সোহানুর রহমান। পথে তার মোটর সাইকেলটি দয়ারামপুর বাজার পার হলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত হয় সোহানুর রহমান। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহানুর রহমান মারা যায়।