নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নলডাঙ্গা থানা ভবনের পাশে প্রায় পৌনে ৩ কোটি টাকা ব্যায়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন (নাটোর-নলডাঙ্গা)-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু ,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি রইস উদ্দিন রুবেল,সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা কমান্ডার তনছের আলী প্রমুখ।
নলডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজে মোট ২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট এ নির্মাণ হবে। প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাধ্যমে নাটোরের মীর হাবিবুল আলম এন্ড মের্সাস ইসলাম কনস্ট্রাশন (জেভি) ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পেয়েছেন।