নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিনিয়র সাংবাদিক জনকণ্ঠের সাব এডিটর জিএম ইকবাল হাসান (৬০) ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকার শ্যামলীতে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ এশা দারুস সালাম জামে মোসজিদে জানাজা শেষে নাটোরের গাড়িখানায় কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, পৌর মেয়র উমা চৌধুরী জলি, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাপ্পী লাহিড়ী সহ নাটোরে কর্মরত সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের শোক স্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জিএম ইকবাল হাসান আশির দশকের শেষের দিকে সাংবাদিকতা পেশায় আসেন। পরবর্তীতে তিনি জনকণ্ঠের নাটোরের নিজস্ব সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তিনি প্রভাবশালী মহলের রোষানলে পড়েন এবং হামলার শিকার হন। সেই হামলায় গুরুতর আহত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে সুস্থ হয়ে তিনি জনকণ্ঠের সাব এডিটর হিসেবে যোগদান করেন। কিছুদিন কাজ করার পর অসুস্থতাজনিত কারণে তিনি চাকুরী থেকে অবসর নেন। বেশ কিছুদিন যাবৎ তিনি হার্টের পীড়ায় ভুগছিলেন এবং শয্যাশায়ী ছিলেন।
তার ছেলে তালহা জানায় মঙ্গরবার ভোরের দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে তিনি মারা যান। পরে তার মৃতদেহটি নাটোর নিয়ে আসা হয়।