নাটোর প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে নাটোরে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আয়োজনে আতসবাজি উৎসব পালিত হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮ টায় শহরের কানাইখালী মাঠে জেলা প্রশাসন এবং নাটোর প্রেসক্লাব এলাকায় জেলা আওয়ামী লীগ এই আতসবাজি উৎসবের আয়োজন করে। আতসবাজি প্রদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরিফুন্নেসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাৎ, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আতসবাজির আলো ঝলমল দৃশ্য দেখতে শহর জুড়ে দর্শকরা ভীড় জমান। একইভাবে জেলার বিভিন্ন উপজেলাতেও আতসবাজি উৎসবের আয়োজন করা হয়।