নিউজ ডেস্ক:
ঘুড়ে দাঁড়াতে বড় বিনিয়োগের পাশাপাশি ব্যবস্থাপনায়ও বড় পরিবর্তন আসছে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকে। সূত্রমতে, ব্যবস্থাপনা পর্ষদে আমলাদের তুলনায় বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা নেয়া হচ্ছে। সিদ্ধান্ত গ্রহণে বোর্ডসভার দীর্ঘ সূত্রিতা কাটাতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানাগেছে।
সূত্রমতে, টেলিটককে নতুন করে দাঁড় করাতে সৌদি টেলিকমের কাছ থেকে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বা আট হাজার কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি সরকারের নিজস্ব উদ্যোগে প্রায় তিন হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে একটি বিস্তারিত প্রকল্প পরিকল্পনাও (ডিপিপি) তৈরি করা হয়েছে। এসব বিনিয়োগের লক্ষ্য হবে টেলিটকের জন্য আরও প্রায় ১০ হাজার বিটিএস স্থাপন করে দক্ষ নেটওয়ার্ক তৈরি করা।
এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, সারাদেশে টেলিটকের নেটওয়ার্ক অন্য প্রতিযোগীদের সমান সক্ষমতায় গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। লক্ষ্য বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল হতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিশ্বস্ত্র একটি সূত্র জানিয়েছে, টেলিটকে শুধু বিনিয়োগ নয়, পাশাপাশি এর ব্যবস্থাপনায়ও বড় পরিবর্তন আো হচ্ছে। আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা দূর করে টেলিটককে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে নিতে এই উদ্যোগ নিচ্ছে সরকার।
এ বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন টেলিটক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কিংবা চলতি দায়িত্বের ব্যবস্থাপনা পরিচালক দিয়ে চলছিল। বর্তমানে এখানে একজন নিয়মিত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনাকে দক্ষ করে তোলার উদ্যোগের অংশ হিসেবে এটা করা হয়েছে। অচিরেই ব্যবস্থাপনা পর্ষদের বর্তমান কাঠামোর ভেতরেই আরও বেশি বিশেষজ্ঞকে সদস্য করার উদ্যোগও নেওয়া হবে।
তথ্য সুত্রঃ itsohor