নাটোর প্রতিরোধে:
করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর জেলা প্রশাসন জরুরী ৮টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ ও করণীয় বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এসময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, পৌরমেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।
- বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে
- চা- স্টল,রেস্তোরা সমূহে বসে খাবার গ্রহণ করা যাবে না। পার্সেল আকারে ক্রয়-বিক্রয় করা যাবে।
- কোনো হোটেল, চায়ের দোকান বা অন্য কোনো দোকানে টিভি/ক্যারাম বোর্ড রাখা যাবে না।
- সাপ্তাহিক বড় হাটসমূহ আগামী ১ সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে সেখানে প্রতিদিন প্রয়োজনীয় পণ্য ও দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করা যাবে।
*স্ব-স্ব বিভাগ নিজেদের প্রয়োজনে ppe এর ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।
*জেলা ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে সার্বক্ষণিক অবস্থা করে প্রশাসনকে সহায়তা করবেন। - ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন বিবেচনা ও গণ জমায়েত এড়ানোর স্বার্থে জেলায় এনজিও কর্তৃপক্ষ সমূহকে তাদের লোনের কিস্তি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে অনুরোধ জানানো হলো।
- জনসাধারণকে বিনা প্রয়োজনে যত্রতত্র ঘরের বাইরে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করা হলো।