নিউজ ডেস্ক:
যদি জানতে চাওয়া হয়, ইদানীং অনলাইন অ্যাকশন গেমের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় গেমের নাম কী? এর উত্তরে একটাই নাম সামনে আসবে, PUBG। PUBG নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে এখন উন্মাদনা এতটাই চরমে পৌঁছেছে যে, তা দুশ্চিন্তা বাড়াচ্ছে অভিভাবক থেকে মনবিজ্ঞানীদেরও।
মনবিজ্ঞানীদের একাংশের মতে, PUBG-র নেশায় বুঁদ তরুণ প্রজন্ম ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে পরিবার ও সমাজ থেকে। তাঁদের মতে, অতিরিক্ত মাত্রায় PUBG-র প্রতি আসক্তি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সম্প্রতি তারই প্রমাণ মিলল। টানা ৬ ঘণ্টা PUBG খেলার পর মৃত্যু হয়েছে ১৬ বছরের এক কিশোরের। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের নিমাচ এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ওই কিশোরের নাম ফারকান কুরেশি। দ্বাদশ শ্রেণীর ছাত্র ফারকান রাজস্থানের নাসিরবাদ শহরের বাসিন্দা। নিমাচ এলাকায় সে এক আত্মীয়ের বিয়েতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিল। স্থানীয় হাসপাতালে ফারকানকে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের এক চিকিত্সকের মতে, টানা ৬ ঘণ্টা PUBG খেলার পর প্রচণ্ড উত্তেজনাবসত হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে তার।