করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। শুক্রবার ও বৃহস্পতিবার সোসাইটির নাটোর ইউনিটের পক্ষ থেকে জনসাধারণের মাঝে সচেতনতামূলক হ্যান্ডবিল ও মাস্ক বিতরণ করে এবং নাটোর হাসপাতাল চত্বরে জীবাণুনাশক স্প্রে করা হয়।সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ ইউনিট কার্যালয় থেকে মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বর পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে হ্যান্ডবিল ও মাস্ক বিতরণ করেন। দুপুরে নাটোর সদর হাসপাতাল চত্বরে সদর হাসপাতাল, নাটোর ডায়াবেটিক হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য অফিস প্রাঙ্গণে জীবাণুনাশক স্প্রে করা হয়।
এছাড়াও শুক্রবার নাটোর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় নাটোর শহরের নীচা বাজার (কাঁচা বাজার নিত্যপণ্য বাজার ) হয়ে ছায়াবানী মোড় হয়ে দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়। কর্মসূচী পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির নাটোর ইউনিটের ভাইস চেয়ারম্যান ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শরিফুল ইসলাম রমজান, সেক্রেটারি ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, ইউনিট অফিসার আকতার হোসেন মিঠু, ইউনিটের যুব রেড ক্রিসেন্ট প্রধান মৌমিতা ভট্টাচার্য সহ যুব সদস্যবৃন্দ প্রমুখ। রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সেক্রেটারি জালাল উদ্দিন জানান, করোনা ভাইরাস সংক্রমণ যতদিন না শেষ হবে ততদিন শহরের বিভিন্ন বাজার এলাকাতে হ্যান্ডবিল ও মাস্ক বিতরণ এবং জীবাণুনাশক স্প্রে করা হবে। কর্মসূচীর আওতায় মোট সাড়ে পাঁচ হাজার সুদৃশ্য হ্যান্ডবিল ও এক হাজার ৬০টি মাস্ক বিতরণ করা হচ্ছে।