করোনা ভাইরাস মোকাবেলায় কোন রকম সামাজিক দুরত্ব না মেনেই নাটোরের বড়াইগ্রামে মাস্ক , সাবান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা। আজ সোমবার সকালে উপজেলার লক্ষীকোল বাজারে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এসব সামগ্রী বিতরণ করেন। এসব দ্রব্যাদি বিতরণের সময় করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক দূরত্ব বজায় রাখা সম্পর্কিত সচেতনতা বার্তা একবারেই মানা হয়নি। এসব সামগ্রী বিতরণকালে কেউ দৃষ্টি দেননি ওই সতর্ক বার্তাটির দিকে। ফলে রীতিমত নেতা-কর্মি সহ সাধারন মানুষের ভীর জমে যায় সেখানে।
বিতরণকালে তিনি করোনা ভাইরাস প্রতিরোধের সাধারণ জনগনের মাঝে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। সেই সাথে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাইরে বের না হতে আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দারসহ অন্যান্যরা।