নাটোরের লালপুরের বুলবুল আহমেদ (২৩) নামে এক যুবক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়। বুলবুল আহমেদ লালপুর উপজেলার নবীনগর গ্রামের আসলাম উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরেই সিভিয়ার ব্রঙ্কাল অ্যাজমার রোগে ভুগছিলেন সে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পরে নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের আসলাম উদ্দিনের ছেলে বুলবুল আহমেদকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় তার স্বজনরা তাকে ভর্তির সময় রোগী এ্যাজম্যা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন রলে জানান। পরে তাকে হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।
মৃত বুলবুল আহম্মেদের চাচাতো ভাই ইসরাইল হোসেন জানান, তার চাচাতো ভাই বুলবুল দীর্ঘ দিন ধরেই শ্বাস কষ্টের রোগে ভুগছিলো। আজ বিকেলের পর থেকে তার সমস্যা বেড়ে যায়। প্রথমে তাকে বাড়ীতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস চিকিৎসা কমিটির আহ্বায়ক ডাঃ আজিজুল হক জানান, রোগীটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ওয়ার্ডে নিয়ে গিয়ে অক্সিজেন দেওয়ার আগেই তার মৃত্যু হয়।‘রোগীর স্বজনরা হাসপাতালে ভর্তির সময় তার অ্যাজমা থাকার কথা জানান। কিন্তু মৃত্যুর পর তারা দ্রুত হাসপাতাল থেকে রোগীকে নিয়ে চলে যায়। এরফলে তার নমুনাও সংরক্ষণ করার সুযোগ পাওয়া যায়নি।
এবিষয়ে নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, তিনি এখনো এই বিষয়ে কিছু জানেন না। বিষয়টি খোঁজ করে দেখা হবে।