নাটোরে নতুন করে গত ২৪ ঘন্টায় কাউকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়নি। ফলে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা মোট ৪৪৫ জন। এর মধ্যে রিলিজ পেয়েছেন ৩২৩ জন এবং বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১২২ জন।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে শহরে সেনা টহল অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সেনা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন সড়কে টহল দেয়। তারা রাস্তায় অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে থাকার পরামর্শ দেন। যাদেরকে রাস্তায় দেখা গেছে তারা কেন রাস্তায় বের হয়েছেন তাও জানতে চান এবং যারা নিষ্প্রয়োজনে ঘোরাঘুরি করছিল তাদের বাড়ি চলে যেতে বলেন। তারা মাইকিং করে রাস্তায় বিনা কারনে ঘোরাঘুরি না করার এবং সর্বদা মাক্স পরিধান করারও পরামর্শ দেন। উল্লেখ্য গত দুই তিনদিন যাবৎ নাটোরে সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাসের সতর্কতা বার্তা সামাজিক নিরাপত্তা দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন মানার প্রতি বেশ অনীহা দেখা দিয়েছিল।