করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত নাটোরের নলডাঙ্গার আদিবাসী ও দলিত সম্প্রদায়ের নিন্ম আয়ের মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর থেকে এনএনএমসি অ্যাডভোকেসি প্লাটর্ফমের সহায়তায় উপজেলার ৫টি গ্রামের ৫৭টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
নলডাঙ্গা উপজেলা নিবাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় এনএনএমসি অ্যাডভোকেসি প্লাটর্ফমের নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি রানা আহমেদ, সাধারন সম্পাদক বিমল, সদস্য পিন্টু অধিকারী,শ্যামলসহ অন্যরা উপস্থিত ছিলেন।নলডাঙ্গা উপজেলার মাধনগর, বাসুদেবপুর,মির্জাপর,মোমিনপুর ও দিয়ারকাজিপুরসহ ৫টি গ্রামের ৫৭টি পবিরারের মাঝে ৫ কেজি করে চাল,৫০০ গ্রাম মসুর ডাল,৫০০ গ্রাম লবণ,দুই কেজি আলু ও ৫০০ গ্রাম তেল দেওয়া হয়।