ডেস্ক নিউজ
কুমিল্লার দেবিদ্বারে ফেইসবুকে এক বেকার যুবকের স্ট্যাটাস দেখে তার বাড়িতে খাদ্য সামগ্রী পাঠালেন কুমিল্লার ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। জানযায় , শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গুরী পাঠান বাড়ির বাসিন্দা হুমায়ূন কবীর জীবন নামে এক যুবকের ফেইসবুক স্ট্যাটাস দেখে স্থানীয়রা এমপিকে জানালে তিনি দ্রুত তার বাড়িতে ত্রাণ পৌছানোর নির্দেশ দেন। ওই যুবক ফেইসবুকে লিখেন ‘কর্মজীবি হয়েও করোনার কারণে বেকার, বেকার জীবন ভালো লাগে না, পকেটের টাকা শেষ হাওলাত চাইলেও কেউ দেয় না’। ফেইসবুকে এমন স্ট্যাটাসের দেয়ার পর খাদ্য সামগ্রী পেলেন ওই যুবক।
এ ব্যাপারে ওই যুবক বলেন, করোনায় বেকার হয়ে পড়েছি। মনে হতাশা থেকে ফেইসবুকে ওই পোস্ট করেছিলাম। স্থানীয় সংসদ সদস্য নিজ উদ্যোগে বাড়িতে খাবার পাঠিয়েছেন। পরে ওই যুবক সাংসদ রাজী ফখরুলকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে রাজী ফখরুল বলেন, দেবিদ্বার উপজেলায় করোনায় কোন মানুষ না খেয়ে থাকবে না। ইতোমধ্যে প্রায় ১ কোটি টাকার তহবিল করা হয়েছে। এছাড়াও সরকারিভাবে বিভিন্ন হতদরিদ্র শ্রমজীবীদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নের নেতা-কর্মীরাও নিজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমরা উপজেলার ১৫ হাজার দরিদ্র পরিবারের ঘরে খাদ্যা পৌছোনোর পরিকল্পনা করছি।