নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যেমের সংবাদ কর্মিদের মাঝে পিপিই বিতরণ করেছেন জেলা বিএনপি। আজ বুধবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ইনডিপেনডেন্ট টিভির নাটোর প্রতিনিধি বাপ্পী লাহিড়ীর হাতে পিপিই তুলে দেন সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু। এ সময় ভিডিও কন্ফারেন্সের মাধ্যেমে সাংবাদিকদের নিরাপদ দুরত্বে থেকে দায়িত্ব পালনের আহবান জানান কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক সাবেক উপ-মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, বিএনপি নেতা দেওয়ান শাহিন,যুবদল নেতা এ হাই তালুকদার ডালিম।