নাটোরে প্রথম দিনেই ৮ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান এই তথ্য নিশ্চত করেছেন। তবে আক্রান্ত ব্যক্তিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।
জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়,গত ২২ ও ২৩ এপ্রিল নাটোর থেকে যে সকল করোনা ভাইরাস সন্দেহে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহীতে ল্যাবে পাঠানো হয়েছে তার মধ্যে ৮ জনের করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে। এরপর সেই ৮টি নমুনা অধিকতর পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে প্রেরণ করা হয়। এরপর সেখানে পরীক্ষা করে তাদের করোনা ভাইরাস পজেটিভ ফলাফল আসে।
এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ৮ জনের করোনা ভাইরাস পজেটিভিরে তথ্য নিশ্চিত করে বলেন, তারা ঢাকা থেকে ফোন পেয়ে জানতে পরেছেন এই রোগীদের তথ্য। আক্রান্ত ব্যক্তিদের নাম পরিচয় তারা এখনো পায়নি। তাদের পরিচয়ের জন্য আইইডিসিআরের অফিসিয়াল ডিটেইলস সিভিল সার্জনের ই-মেইলে পাঠাবে। তারা সেই ই-মেইলে জন্য অপেক্ষা করছেন। তবে তিনি বলেন প্রথম দিনেই ৮জন সনাক্ত হওয়া এটা নাটোরের জন্য বড় কিছু। এখন সবাইকে আরো সতর্ক থাকতে হবে। সরকারী দিক নির্দেশনা মেনে চলতে হবে। আতংকিত হওয়ার কিছু নেই। তারা বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রশাসানের সাথে কথা বলেছেন। মেডিকেল টিম প্রস্তুত রয়েছে যেকোন সমস্যা মোকাবেলা করতে।