নাটোরের সিংড়ায় চলনবিলের ধান কাটতে সরকারী ১৪টি হারভেস্টার মেশিন ও একটি রিপার মেশিন উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ শুক্রবার সকালে সিংড়া উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেনের হাতে এই মেশিনের চাবি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। করেনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কৃষি শ্রমিক সংকটের মুহুত্বে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সিংড়াবাসীকে ১৪টি হারভেস্টার মেশিন ও একটি রিপার মেশিন উপহার দিয়েছে। এরফলে এলাকার কৃষকরা প্রতিদিন ২শ বিঘা জমির ধান কাটতে পারবেন। চলনবিলে আগাম বণ্যা আসার আগেই এই মেশিন দিয়ে কৃষকরা তাদের ধান কেটে ঘরে তুলতে পারবে। এই সময়ে মেশিনগুলো পেয়ে এলাকার কৃষি ও কৃষকদের অনেক উপকার হলো।