নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পিকআপের ধাক্কায় ভ্যানের যাত্রী দেওয়ান আলী (৫৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ভ্যানের চালক সহ আরো ৪জন যাত্রী। সোমবার সদর উপজেলার আহম্মদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দেওয়ান আলী নাটোর সদর উপজেলার আওড়াইল গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ী থেকে ভ্যান যোগে তরকারি বিক্রি করতে আহম্মদপুর বাজারে যায় দেওয়ান আলী। এ সময় ওই ভ্যানে চালকসহ আরো ৪জন যাত্রী ছিল। ভ্যানটি আহম্মদপুর বাজারের কাছে ফিডার রোড থেকে মহাসড়কে উঠলেই একটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা সকলেই ছিটকে পড়ে যায় সড়কে। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রেরন করে। আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আলীকে মৃত ঘোষনা করেন। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে হাইওয়ে পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায়।