সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে ব্যতিক্রমি ভাবে নাটোরের গুরুদাসপুরে করোনা শনাক্ত ব্যক্তি ও তার সংম্পর্শে আসা ঘর বন্দী পরিবারগুলো মাঝে ১৪ দিনের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান। আজ শুক্রবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর ও গুপিনাথপুর গ্রামের দুই করোনা পজেটিভ রোগী ও তাদের বাড়ীর আশেপাশের পরবিারগুলোর মাঝে নিজস্ব তহবিল থেকে এই উপহার সামগ্রী পৌছে দেন চেয়ারম্যান আনোয়ার হোসেন।
গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, গত মঙ্গলবার গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের দুইজন ব্যক্তির শরীরে করোনার ভাইরাসের পজিটিভ সনাক্ত হয়। এরপর থেকে তাদের বাড়ীতেই ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরফলে ওই দুইজনের পরিবারের আশোপশের বাড়ীগুলোকেও লকডাউন করা হয়েছে। এতে করে রমজান মাসে তাদের সমস্যায় পড়তে না হয় সেজন্য তিনি সকলের জন্য ১৪ দিনের খাদ্য ও ইফতার সামগ্রী পৌছে দিয়েছেন। যাতে করে তাদের খাবার ও রোজা রাখতে কোন প্রকার সমস্যা না হয়। তবুও যেন তারা কোয়ারেন্টাইন মেনে চলে। উপহার সামগ্রীর মাঝে ছিলো চাল, ডাল, আলু, কাঁচামরিচ, তেল,ছোলা, খেজুর, মুড়িসহ ১২ পদের খাদ্য ও ইফতার সামগ্রী।