ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ২৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় সিংড়া চলনবিল মহিলা কলেজে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। উপস্থিত ছিলেন, ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির কার্যকরী সদস্য নাজমুল হক, মাসুদ রানা, আওয়াল কবির পিকে, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মুন প্রমূখ। এসময় চাল, ডাল, আলু, পিয়াজ সহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ড: ফিরোজ আহমেদ সোহাগ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন জানান, এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমাদের মহতি প্রচেষ্টা। এটা অব্যাহত রাখতে চাই। সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানান তাঁরা।