নাটোরে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হয়নি। এপর্যন্ত ৪৩৯ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে ২২৯ জনের রেজাল্ট আসে নেগেটিভ।
এছাড়া পরপর দু’দিন ৯ জন রেজাল্ট পজেটিভ হয়। করোনা সংক্রমিত ব্যক্তিদের রেজাল্ট আসার আগেই একজন মারা যান। বর্তমানে সকলেই কোয়ারেন্টাইন সহ নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন। ১৮৫ জনের রেজাল্ট পেডিং রয়েছে।
১৬ জনের নমুনা অকার্যকর (ইনভ্যালিড) হয়েছে। রোববার নতুন করে আরো ৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান নতুন করে আরো ৫৬ জনের নমুনা সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, অকার্যকর নমুনাগুলো আবারও সংগ্রহ করা হচ্ছে।