নাটোরের লালপুর উপজেলায় একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ১০জন করোনা ভাইরাসে আক্রান্ত হল। সোমবার সন্ধ্যা ৭টায় জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগ থেকে মোবাইলে এসএমএসের মাধ্যমে লালপুরে ২৫ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে জানা গেছে। এ বিষয়ে তারা মেইলে বার্তা পাঠালে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলোজিষ্ট, নার্স সহ পৌরসভায় ৫জন, সদর উপজেলায় ১জন এবং গুরুদাসপুরে ২জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত হন। পরের দিন ২৯ এপ্রিল সদর হাসপাতালের এক চিকিৎসক আক্রান্ত হন। সর্বশেষ লালপুরে একজন করোনা রোগি সনাক্ত হল। এনিয়ে জেলায় মোট ১০জন করোনা রোগি পাওয়া গেল।
জানা যায়, আক্রান্ত ব্যক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টেলি মেডিসিন এর সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। গত ২ এপ্রিল তার শরীরের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে প্রেরণ করা হয়। অদ্য বর্ণিত সময়ে রাজশাহী হতে প্রকাশিত রিপোর্ট এ তার নমুনার ফলাফল পজেটিভ আসে। তবে বতর্মানে তিনি অনেকটা সুস্থ আছেন। সে ব্যাচেলর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে একা একটি রুমে থাকে। তার ব্যাপারে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে জানা যায়।