নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরী ও বিক্রয়ের দায়ে আসাদ সোনার নামে এক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার রাতে উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া এলাকার ভাই ভাই বাণিজ্যলায়ে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট তমাল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট তমাল হোসেন ও র্যাব-৫ সিপিসি -২ নাটোর ক্যাম্পের কোম্পনী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া এলাকার ভাই ভাই বাণিজ্যলায়ে অভিযান চালায় র্যাবের একটি অপারেশন টিম।
অভিযানকালে ওই প্রতিষ্ঠানে ভেজাল খেজুরের গুড় তৈরী, বিক্রিয় ও সংরক্ষনের অপরাধে প্রতিষ্ঠানের পরিচালক আসাদুজ্জামান আসাদ সোনারকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।