নাটোরের বড়াইগ্রামে সিএনজি অটোরিক্সা উল্টে আকবর আলী (৬০) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রীজ এলাকার এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহমানপুর গ্রামের নবীর উদ্দিনের ছেলে এবং বাগাতিপাড়া বাজারের কাপড় ব্যবসায়ী। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার সড়ক দিয়ে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত আটো রিক্সাটি বনপাড়া থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিল। পথে আটো রিক্সাটি আইড়মারি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কাপড় ব্যবসায়ী আকবর আলী মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত অটোরিক্সা এবং মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।নিহত ব্যবসায়ীর ছেলে আকাশ জানান, তারা বাবা একজন কাপড়ের ব্যবস্যায়ী। সিরাজগঞ্জের শাহজাদপুর কাপড়ের মোকামে (পাইকারী হাট) ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনতে যাচ্ছিলেন। তিনি বাবাকে সকালে মোটরসাইকেল করে বাগাতিপাড়া থেকে বনপাড়া বাইপাস মোড়ে সিএনজি অটো রিক্সায় তুলে দিয়ে যান। এরপর বাড়িতে পৌঁছার আগেই বাবার দুর্ঘটনায় মৃত্যুর খবর পান।