সরাসরি বাজারে কৃষকদের পণ্যে বাজারে বিক্রয়ের লক্ষ্যে নাটোরে সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার ও শনিবার কৃষকদের জন্য কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর পৌরসভা ও জেলা কৃষি বিভাগের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনাল মাঠে এই বাজারের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর -০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শিমুল,জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার।
উদ্বোধনকালে বক্তারা বলেন, করোনা ভাইরাসের সঙ্কটকালে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমুল্য প্রাপ্তি এবং নিরাপদ সবহি বিপনণের লক্ষ্যে এই বাজার প্রতিষ্ঠা করা হলো। এরফলে কৃষকরা তাদের পণ্যে সরাসরি বিক্রিয় করতে পারবেন এবং বাড়তি লাভের মুখ দেখবেন। বাপ্পী লাহিড়ী নাটোর