করোনার কারনে কর্মহীন হয়ে পড়া ঋষি সম্প্রদায়ের (মুচি) মাঝে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে স্থানীয় কালেক্টরেট স্কুলে কর্মহীন ৮৮ জন ব্যক্তির মাঝে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল সহ আরো বিভিন্ন উপকরণ। এ সময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সকলের দিকেই বিশেষ নজর রেখেছেন। সেজন্য সমাজের সকল কর্মহীনদের জন্য তিনি সবধরনের ব্যবস্থ্যা গ্রহন করেছেন। কোন মানুষ না খেয়ে থাকবে না। সকলের ঘরে ঘরে খাবার পৌছে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় ঋষি সম্প্রদায়ের মানুষের জন্য তিনি খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। তিনি আরো বলেছেন যতদিন করোনার প্রভাবে মানুষের কর্ম স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত সরকার তাদের খাদ্য সামগ্রী পৌছে দিবে। এছাড়াও তাদের আয় বন্ধ হওয়ার ফলে ক্ষতিগ্রস্থ হওয়াদের জন্য অর্থনৈতিক সুবিধাও সরকার দিয়ে চলেছে। আপনারা শুধু সরকারী নির্দেশনা মেনে চলুন এই আহব্বান জানান।