নাটোরে তিনটি সেমাই ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে র্যাব-৫ সিপিসি -২। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে তিন প্রতিষ্ঠান মালিকের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের ফেন্সি বেকারী,মামুন বেকারী ও নাদিম বেকারীতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভুমি) আবু হাসান জানান, বিকেলে শহরের বিভিন্ন বেকারীতে অভিযান চালায় র্যাবের একটি টিম। অভিযানকালে তিনটি সেমাই ফ্যাক্টারিতে গিয়ে তাদের সেমাইয়ের প্যাকেটে উৎপাদন,প্যাকেটজাত ও মেয়াদ উর্ত্তিনের কোন তারিখ না থাকা সহ ওজন এবং মুল্য না লেখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা তদাদের অপরাধের কথা স্বীকার করে। এসময় আদালত তাদের ৮০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা প্রাপ্তরা হলেন,শহরের তেবাড়িয়া মহল্লার ফেন্সি বেকারীর মালিক আবুল কালাম আজাদ ৩০ হাজার টাকা ,মল্লিকহাটী মহল্লার মামুন বেকারীর মালিক আব্দুস সালাম ৩০ হাজার টাকা ও একই এলাকার নাদিম বেকারীর মালিক শহিদুল ইসলাম ২০ হাজার টাকা ।