নাটোরে একের পর এক করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার পর এবার একসাথে ৯ জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়ে করোনাকে জয় করেছেন। আজ শনিবার এই ৯ জন সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তাদের ছাড় পত্র দিয়ে সুস্থ্যতা ঘোষনার পর প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ীর লকডাউন ঘোষনা তুলে নেওয়া হয়। নাটোরের সিভিল সার্জন অফিস সুত্রে পাওয়া সুত্রে জানা যায়,নাটোর জেলা হতে আজ ৯ জন করোনা আক্রান্ত রোগীকে ছাড় পত্র/সুস্থ ঘোষণা প্রদান করা হয়েছে।
এর মধ্যে সিংড়া উপজেলার ৪ জন। তারা হলেন,সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান মজির উদ্দিন মোল্লা (৫২), স্বাস্থ্য কর্মি সাথী বেগম (২৯), নাস, সজল হোসেন (২৯) ও সাগর হোসেন (২৪)। গুরুদাসপুর উপজেলার দুইজন হলেন গুরুদাসপুর উপজেলা নাজিরপুর ইউনিয়নের মাজেদুল ইসলাম (৩৮) ও শাহীন আলম (২১)। লালপুর উপজেলার দুইজন হলেন, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোশারফ হোসেন (২৫) , লালপুরের রামকৃষণপুর হাসান আলী (৩০)। নাটোর সদর উপজেলার একজন হলেন আগদিঘা গ্রামের ময়না (২৫)। নাটেরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান,গত ২৮ এপ্রিল ও ৮ মে তারিখে করোনা পজেটিভ হিসাবে এই ৯জন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়।
এরপর তাদের বাড়ী লকডাউন সহ আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইন শেষে তিন বার তাদের নমুনা সংগ্রহ করা হয় পুনরায় পরীক্ষার জন্য। পরে পরীক্ষায় প্রতিবারই তাদের ফলাফল নেগেটিভ আসে। এরফলে আজ স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে তাদেরকে সুস্থ্য হিসাবে ঘোষণা করা হয় এবং তাদের বাড়ীর লক ডাউন তুলে নেওয়া হয়। এখন তারা সকলেই স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। তবুও তাদের সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে। এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ তার নিজস্ব ফেসবুক পেজ থেকে ৯জন করোনা রোগীদের সুস্থ্যতার কথা স্বীকার করে একটি স্ট্যাটাস দিয়েছে।