বিষেশ প্রতিবেদক:
ঝালকাঠিতে একটি মাদক মামলার তদন্ত করতে গিয়ে আসামি ইকবাল মল্লিকের (৪৫) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশের উপ পরিদর্শক (এস আই) খোকন । আজ শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠির রাজাপুর উপজেলায় গালুয়া ইউনিয়নের কাটাখালি এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, শুক্রবার বিকালে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাজাপুর থানার উপ পরিদর্শক (এসআই) খোকন ঘটনাস্থলে একটি মামলার তদন্ত করতে যায়। তদন্ত চলাকালিন সময়ে পরে সন্ধ্যার দিকে কাটাখালি এলাকায় একাধিক মাদক মামলার আসামি ইকবাল মল্লিক এসআই খোকনেরর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় ইকবাল মল্লাক তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ দেয়। এতে গুরুতর আহত হয় খোকন।
পরে ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, খোকনের অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাঁকে বরিশালে নিয়ে এসেছি। আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।