বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ ভাবে পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দেবী পাল। মঙ্গলবার রাত ১২ টার দিকে উপজেলার ফাঁগুয়াড়দিয়াড় এলাকায় এ অভিযান পরিচালানা করাহয়। এ সময় একটি মাটি কাটা যন্ত্র ও মাটি বহনকারী দুটি ট্রাক্টর জব্দ করে একজন চালককে আটকের পর ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ফাগুয়াড়দিয়াড় গ্রামের শাবান মাষ্টার এর কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১২ টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানে মাটি বহনকারী দুটি ট্রাক্টর ও একটি মাটি কাটা যন্ত্র জব্দ করে এবং চালক চিথলিয়া হিন্দু পাড়া গ্রামেরআব্দুল অলীর ছেলে সাহেব আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রাক্টর চালক সাহেব আলীকে ৫০ হাজার টাকাঅর্থ দন্ড অনাদায়ে এক মাসের কারদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দেবী পাল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বলেন অবৈধ ভাবে পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে।