তামাক কোম্পানীর কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও এই প্রতিপদ্য নিয়ে আলোচনার সভার মধ্যে দিয়ে নাটোরে আন্তর্জাতিক তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত কুমার সরকার সহ সরকারী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন, তামাক কোম্পানীর লোভনীয় অফারে ভুলে গিয়ে কৃষকরা তাদের ফসলি জমিতে তামাকের চাষ করছে। অধিক লাভের আশায় তারা তাদের ফসলি জমির উর্বরতা কমিয়ে ফেলছে। তামাক ব্যবহারে তরুণরা আসক্ত হয়ে পড়ছে। আমাদের তরুণদের তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। তামাকের ভয়াল থাবা থেকে বাঁচতে প্রতিটি ক্ষেত্র থেকে সবাইকে সচেতন হতে হবে।