করোনা ভাইরাস সংক্রমন রোধে রাষ্ট্র ঘোষিত ধর্ম মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনের বিরোধিতাকারী নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নলডাঙ্গা পৌরসভা মোড়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারন মানবন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, সাধারন সম্পাদক মুসফিকুর রহমান মুকু, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, মহিলা সদস্য আঞ্জুয়ারা পারভিন রত্না, পৌর আওয়ামীলীগ সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ মাহমুদ, সাধারন সম্পাদক খন্দকার নয়ন।
এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাস সংক্রামক রোধে রাষ্ট্র ঘোষিত ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বিরোধীতা,ধর্ম মন্ত্রীকে নিয়ে কটুক্তি করা সহ ফেসবুকে উস্কানীমুলক স্ট্যাটাস দিয়ে সাধারন মানুষকে বিব্রত করেছেন। এই জন্য চেয়ারম্যান পদ থেকে বহিস্কার ও গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তারা। অপরদিকে জেলা ওলামা লীগের পক্ষ থেকে দুপুরে নেতা-কর্মিরা জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ওলামা লীগ সভাপতি ও নাটোর সুগার মিল জামে মসজিদের পেশ ইমাম মিজানুর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মোঃ মনীরুজ্জামান,জাতীয় ইমাম সমিতির সভাপতি আব্দুল খালেক,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা। স্মারকলিপি প্রদানকালে তারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।