নাটোরের লালপুরে করোনা উপসর্গ নিয়ে মহসিন আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। মহসিন আলী উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, মহসিন আলী গত দুই দিন আগে ঢাকা থেকে তার নিজ বাড়িতে আসেন। মহসিন আলী দীর্ঘ দিন ধরেই অ্যাজমা রোগে ভুগছিলেন। নাটোরে আসার পর তাঁর অ্যাজমার সমস্যা বৃদ্ধি পায়। এরই এক পর্যায়ে আজ বৃহস্পতিবার সকালে অ্যাজমার সমস্যা প্রচন্ড আকারে শুরু হয় এবং শারীরিকভাবে অবস্থার অবনতি হয়। এসময় পরিবারের লোকজন তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেনন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এলাকাবাসী আরো বলেন, তিনি করোনায় আক্রান্ত কিনা তা জানতে তার নমুনা সংগ্রহ করা হয় নি এখনো ।
এর আগে বেসরকারি একটি সংস্থায় কর্মরত তার ছোট ভাই আব্দুল মজিদ ঢাকা থেকে বাড়ি আসলে তাকে হোম কোয়ারেন্টাইন এ থাকতে বলা হয়। কিন্তু তিনি সেই আদেশ অমান্য করে রাতেই পালিয়ে ঢাকায় চলে যান।
এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মী মোয়াজ্জেম খান জানান, তাদের এভাবে অবাধ চলাচল এ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, তিনি বিষয়টি শুনেছেন। খোঁজখবর নিতে পুলিশ পাঠানো হয়েছে।