নাটোরের লালপুরের পদ্মা নদীতে নৌকা ডুবে দুই জন নিখোঁজ হয়েছে। আজ রবিবার সন্ধ্যার আগে চরের জমি থেকে বাদাম তুলে ফেরার পথে লক্ষীপুর বালু ঘাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম হোসেন ও একই গ্রামের ছইমুদ্দিনের ছেলে পুকিন উদ্দিন। লালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে এবং রাজশাহী থেকে ডুবুরী দলকে ডাকা হয়েছে।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের কয়েকজন কৃষক পদ্মার চরে বাদাম তোলার কাজে যায়। সেখানে বাদাম তোলা শেষ হলে তারা দুইজন একটি নৌকাতে চড়ে বাড়ীতে ফিরছিল। ফেরার সময় উপজেলার লক্ষীপুর বালু ঘাট এলাকায় নৌকা পৌছালে ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় তাদের নৌকাটি নদীতে ডুবে যায়। ঘটনাটি দুরের অন্য নৌকার মাঝিরা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দিম ঘটনাস্থলে পৌছে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। পরে তারা রাজশাহীর ডুবুরী দলকে আসতে সংবাদ দেয়।