নিউজ ডেস্ক:
তীব্র তাপদাহে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলের জনজীবন।
সোমবার কিছু অঞ্চলে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তাপদাহের প্রভাব পড়েছে রাজধানী নয়াদিল্লীতেও। তীব্র গরম থেকে রেহাই পেতে রাস্তার পাশে বিভিন্ন ঠাণ্ডা পানীয় পান করে একটু প্রশান্তির খোঁজ নেন পথচারীরা।
গরমের প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের ওপর। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি অনেকেই। নয়াদিল্লী এবং ভারতের উত্তরাঞ্চলীয় এলাকায় এই তাপদাহ আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।