জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ ও জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত করে এমপিও ভুক্তির দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন করেছেন করেছে বেসরকারী কলেজ অনার্স-মাষ্টার্স শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া এমকে কলেজ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী করেন ভুক্তভোগী শিক্ষকরা।
এ সময় লিখিত বক্তব্যে শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ফান্ডে ২৫শ কোটি টাকা অলস পরে আছে। এই টাকা এফডিআর এর মাধ্যমে সুদ থেকে বেসরকারী কলেজ অনার্স-মাষ্টার্স শিক্ষকদের বেতন দেয়া যায় অথচ ভিসি তা না করে একের পর এক বিরোধিতা করে সব লন্ডভন্ড করে দিচ্ছেন। যা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অন্তরায় দাবী করে তারা অনতিবিলম্বে জাবি ভিসির পদত্যাগ দাবী করেন । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ফোরামের সভাপতি জিল্লুর হোসেন জিন্নাহ,সহ-সাধারণ সম্পাদক সত্য রঞ্জন সরকার,সদস্য আজিজুল ইসলাম ও জেসমিন আক্তার।