নাটোরে করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন নামে ষাটোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। লোকমান হোসেন নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে। তিনি একই উপজেলায় আরমান মোড়ে ভাড়া বাসায় বসবাস করতেন। খবর পেয়ে নাটোর পুলিশ প্রশাসন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বাড়ীটি লকডাউন করে দেন। সেই সাথে বাড়ীর অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, লোকমান হোসেন দীর্ঘ দিন থরে ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।
গত কয়েকদিন ধরেই তার শারীরিকভাবে অসুস্থ্যতা দেখা দিলে গত রবিবার তিনি জ্বর, সর্দি, কাশি সহ করোনা উপসর্গ নিয়ে নাটোরের বাড়িতে চলে আসেন। এরপর তিনি আরো অসুস্থ্যতা বোধ করলে আজ সোমবার সকালে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করাতে বাড়ী থেকে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে লোকমানের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করার সকল ব্যবস্থা গ্রহন করা হয়। এছাড়াও করোনা উপসর্গ থাকায় তার বাড়ীটিতে লাল নিশানা টাঙ্গিয়ে লকডাউন ঘোষনা করা হয় এবং তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহের ব্যবস্থা গ্রহন করা হয়।