পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোরের পশুর হাটগুলোতে নিরাপত্তা ও পরিবহনে চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর স্কুল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মীর আসাদুজ্জামান, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, শ্রমিক লীগ নেতা মোস্তারুল আলম সহ স্থানীয় খামারী, হাট ইজারাদার এবং গরু ব্যবসায়ীরা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার লিটন কুমার সাহা খামার ব্যবসায়ী এবং হাট ইজারাদারদের বিভিন্ন সমস্যার কথা শুনে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোরের পশুর হাটগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোরবানীর পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পশু এক জেলা থেকে অন্য জেলায় আনা-নেয়া করার ব্যাপারেও পুলিশ সহযোগিতা করবে। সেই সাথে করোনাকালীন সময়ে সামাজিক নিরাপদ দুরত্ব ও স্বাস্থ্য বিধি মানার বিষয়েও তারা সতর্ক থাকবেন। কোন ভাবেই আইন শৃংখলা পরিস্থিতি নষ্ট হতে দেওয়া হবেনা। কোরবানীর ঈদ উপলক্ষ্যে নাটোর প্রচুর পশু রয়েছে। এই পশু নাটোরের চাহিদা পুরন করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। সব ক্ষেত্রেই নাটোর পুলিশ খামারীদের সহযোগীতা করবেন। এছাড়াও কোরবানীর ঈদ উপলক্ষে জেলার কোথাও বাড়তি হাট বসানো হবেনা। কোন হাটে বাড়ীতি খাজনা নেওয়া হবেনা। যদি কোন ধরনের চাঁদাবাজীর অভিযোগ হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।