জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় নাটোরে বৃক্ষ রোপন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা অতিরিক্ত বন কর্মকর্তা সত্যেন্দ্র নাথ সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, জেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন মাস্টার।
জেলা অতিরিক্ত বন কর্মকর্তা সত্যেন্দ্র নাথ সরকার বলেন, ‘জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় সারা দেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্যবৃন্দের সুপারিশে বিনামূল্যে চারা বিতরণ’ কর্মসূচী এবং ‘প্রান্তিক ভূমিতে রোপনের লক্ষ্যে নির্ধারন করা হয়েছে। আর এই চারা বিতরণ’ কর্মসূচীর আওতায় জেলা বন বিভাগ দেড় লক্ষাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের লক্ষ্যে উৎপাদন করেছে। উভয় কর্মসূচীর অধীনে নাটোর সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি পর্যায়ে প্রায় পঞ্চাশ হাজার গাছের চারা বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে জেলার তিনটি উপজেলায় এই কর্মসূচী বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী সোমবার নলডাঙ্গা উপজেলায় একই পরিমাণ গাছের চারা বিতরণ কর্মসূচী শুরু হবে।
এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি সকলকে বুঝিয়ে দিয়েছে জীবনের জন্যে অক্সিজেন কত প্রয়োজন। গাছ শুধু অক্সিজেনই দেয় না জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলা করে বিশ্বকে মানুষের জন্যে বাসযোগ্য রাখে। তাই আমাদের সবাইকে বৃক্ষ রোপনের পাশাপশি বৃক্ষ সংরক্ষণ করতে হবে। আমাদের নিজেদের স্বার্থেই এই কাজগুলো করতে হবে। জনস্বাস্থ্য এবং পরিবেশ বর্তমান প্রেক্ষাপটে সবচে’ গুরুত্বপূর্ণ।