নাটোর প্রতিনিধি:
নাটোরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদ-উল-আযহার পশুর হাট আয়োজনে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরীফুন্নেছা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত কুমার সরকার, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সেলিম আহমেদ, গরুর খামারী রফিকুল ইসলাম, হাটের ইজারাদার ফজলে আজিম শিলু ।
সভায় বক্তারা বলেন, চলতি বছরে জেলায় ৮ শত কোটি টাকা মূল্যমানের মোট আড়াই লাখ গরু, মহিষ, ভেড়া ও ছাগল প্রস্তুত রয়েছে।
করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই হাটের কার্যক্রম পরিচালিত করতে হবে। স্বাস্থ্যবিধির নীতিমালা নিয়মিত প্রচারণার মাধ্যমে হাটগুলোতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি অব্যাহত থাকবে এবং উপজেলা প্রশাসন মাস্ক বিতরণ করবে। রোগমুক্ত পশু বিক্রি নিশ্চিত করতে সক্রিয় থাকবে পশু সম্পদ বিভাগের মেডিকেল টিম। হাটে পশুর কেনাবেচাতে কোনক্রমেই সরকার নির্ধারিত খাজনা’র অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। নির্ধারিত হাটের বাইরে অনুমোদনবিহীন কোন হাট বসবে না এবং রাস্তার উপরে হাট বসানো যাবে না মর্মেও সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও চাঁদাবাজি রোধ করতে পুলিশ বুথ ও ওয়াচ টাওয়ার স্থাপন এবং টহল জোরদার করা হবে।