বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসুচির নাটোরে উদ্বোধন করা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্মা আহমেদ,জাতীয় গোয়েন্দা সংস্থার জেলা শাখার উপ পরিচালক ইকবাল হোসেন,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ,যুগ্ম সাধারন সম্পাদক মোর্ত্তুজা আলী বাবলু সহ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং কালেক্টরেট ভবনের সামনে বৃক্ষের চারা রোপন করা হয়।