নাটোরে জেলা যুবদলকে সাংগঠনিকভাবে গতিশীল ও শক্তিশালী করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য শহিদুল ইসলাম বাচ্চু , জেলা যুবদলের সাবেক আহবায়ক ও বিএনপি সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী। এ সময় মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে আলোচনা সভায় যোগ দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু , কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের দলনেতা গোলাম রাব্বানী।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাটোর জেলা শাখা গতিশীল করার লক্ষ্যে জেলা যুবদলের অধীনস্থ সকল কমিটি নতুন করে গঠন করা এবং দীর্ঘদিন যাবৎ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির এর অনুপস্থিত থাকার কারণে তাকে অব্যাহতি দিয়ে নতুন করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ প্রসঙ্গে আলোচনা করা হয়।